ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গুলশানে কৃষক লীগের কি দরকার?’ প্রশ্ন কাদেরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
‘গুলশানে কৃষক লীগের কি দরকার?’ প্রশ্ন কাদেরের

ঢাকা: ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সংগঠনের সংবাদ না ছাপাতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১২ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শ্রমিক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ছবি ছাপালে আর নিউজ দিলে এরা উৎসাহিত হয়।

এর মাধ্যমে এরা চাঁদাবাজি করে। এদের উৎসাহিত করবেন না। দাওয়াত দিলেই চলে যাবেন না। '

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘কৃষক লীগের গুলশান শাখার কি দরকার, ধানমন্ডি শাখার কি দরকার! ধানমণ্ডিতে যে ধানচাষ হয় তা তো আমি জানি না!’
 
ওবায়দুল কাদের এ সময় নামসর্বস্ব সংগঠগুলোর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার কি দরকার ? শ্রমিক লীগের বিদেশে কি দরকার? সৌদি আরব শাখার কি দরকার? কৃষক লীগের কাতার শাখার কি দরকার? তাঁতী লীগ নাম দেখলাম কুয়েত না কাতারে। তার আবার দুই কমিটি!’
 
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আরেকটা হচ্ছে তরুণ লীগ! এই লীগের হেডকোয়ার্টার কোথায়? ৫শ’ টাকা দিয়ে একটা সিল  বানালেই তো হয়ে যায়!’


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এসব দোকানের স্বীকৃতি আমরা দেব না। এগুলো আওয়ামী লীগের সুনাম নষ্ট করছে। জনগণের কাছে ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ’
 
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির ভারতপ্রীতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আওয়ামী লীগ ভারতপ্রীতিতে নেই, ভীতিতেও নেই। বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্ব থাকবে। জনগণ না চাইলে এই বন্ধুত্ব থাকবে না। '

'ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক, গঠনমূলক বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক স্বার্থের। বাংলাদেশের স্বার্থ বিলিয়ে দিয়ে শেখ হাসিনা জীবন থাকতে কারও সঙ্গে চুক্তি করবেন না'- বলেন ওবায়দুল কাদের।
 
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭/আপডেট ১২৩৮ ঘণ্টা
এসএ/আরআইএস/আরআই/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।