রোববার (১৯ মার্চ) বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাবেক মন্ত্রী ও একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক এনামুল হক মোস্তফা শহীদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশকে সন্ত্রাসের চারণভূমিতে পরিণত করেছিলো।
জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের পথরুদ্ধ করা হয়েছিলো। জিয়াউর রহমান যুদ্ধাপরাধী ও রাজাকারদের জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের চরম অবমাননা করেছিলেন। গোলাম আযমকে নাগরিকত্ব দিয়ে তিনি পুরস্কৃত করেছিলেন।
চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক রফিকুর রহমান ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
আরএ