বিএনপি চেয়ারপাসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নাশকতার ৯০ মামলায় নিম্ন ও উচ্চ আদালত থেকে জামিন পেয়ে ৬ মার্চ (সোমবার) সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাবিব-উন-নবী খান সোহেল।
২০১৫ সালের ৯ জানুয়ারি রমনা থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এসআই আতিকুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। পরে অবশ্য এ মামলাও জামিন পান তিনি।
প্রায় ১১০টি মামলার আসামি বিএনপির এ নেতা দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০১৬ সালের ৯ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে ৪০টি মামলায় আত্মসমর্পণ করে জামিন চান। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
এজেড/এসএইচ