বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ করা হয়।
এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শহিদ আহম্মেদ বাংলানিউজকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় ২১ নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্র পরিদর্শনে আসেন।
সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ ও স্বতন্ত্র থেকে চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হচ্ছে বড় দুই দলের মধ্যেই।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
জিপি/জেডএম