তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একমাত্র স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু ৪২ হাজার ১৫৬ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে প্রিজাইডিং অফিসার এবং স্থানীয়ভাবে এ তথ্য জানা গেছে।
এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
উপ-নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার ছিলেন। কিন্তু ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১২৫টি। ব্যালট পেপার ছেঁড়াসহ নানা কারণে ৭৯৪টি ভোট বাতিল করা হয়েছে। দিরাই-শাল্লায় দুই উপজেলায় ভোট কেন্দ্র ছিল ১১০টি।
৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর এই আসনে উপ-নির্বাচন ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
আরএ