শুক্রবার (৩১ মার্চ) সকালে গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিআরটিএ এর ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
কুমিল্লার নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মন্তব্য করে তিনি বলেন, কুসিক নির্বাচনের ফলাফল আমাদের ফোকাস নয়, ফোকাস হচ্ছে এ নির্বাচনটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হয়েছে কি-না।
তিনি বলেন, বিএনপি সব সময় অভিযোগ করে আসছে, শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, কিন্তু কুমিল্লার নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফারুক জলিল ও শফিকুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম, বিআরটিএ-র প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার সানাউল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ সড়ক-জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কের যে সব পয়েন্টে যানজট হবে, সেখানেই ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এলক্ষ্যে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৬টি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। আর গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত আরো ৯টি ফ্লাইওভার নির্মাণ করা হবে।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরএস/এসএইচ