ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুসিক নির্বাচন হুদা কমিশনের ‘শুভ সূচনা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
কুসিক নির্বাচন হুদা কমিশনের ‘শুভ সূচনা’ বক্তব্য রাখছেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপ এর পরিচালক ড.মো.আব্দুল আলীম; ছবি- শাকিল

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন কেএম নুরুল হুদা কমিশনের জন্য একটি ‘শুভ সূচনা’ বলে মনে করে নির্বাচন পর্যবেক্ষক জোট ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)।

শনিবার (০১) রাজধানীর সিরডাপ মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে এক অনুষ্ঠানে প্রাথমিক বিবৃতিতে এ কথা বলা হয়।

অনুষ্ঠানে লিখিত বিবৃতিতে সংস্থার পরিচালক ড.মো.আব্দুল আলীম বলেন, ছোট খাটো কিছু অনিয়ম ও সহিংসতা সত্ত্বেও ইডব্লিউজি মনে করে যে কে এম নুরুল হুদার নেতৃত্বে পরিচালিত ১২তম নির্বাচন কমিশনের জন্য কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন একটি শুভ সূচনা।

৩০ মার্চ অনুষ্ঠিত দলীয় প্রতীকের প্রথম নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপি সমর্থক প্রার্থী মনিরুল হক সাক্কু।

বিবৃতিতে বলা হয়, ১০৩ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। পর্যবেক্ষণ অনুযায়ী ভোট প্রদানের হার ৬২.৭ শতাংশ।

সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে কোনো সহিংসতা বা নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। কিন্তু বিকালের দিকে ১৫.৮ শতাংশ ভোটকেন্দ্রে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। ভোট গণনা চলাকালে কোন প্রকার সহিংসতা বা অনিয়ম পরিলক্ষিত হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানিপপের চেয়ারপারসন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লা, আব্দুল আউয়াল প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৬ সালে ২৮টি বেসরকারি সংস্থার সমন্বয়ে ইডব্লিউজি গঠিত হয়। এরপর থেকে তারা নির্বাচন পর্যবেক্ষণ করে আসছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।