ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
এরশাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি বক্তব্য রাখছেন জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লোটন/ছবি: শাকিল

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে দায়েরকরা সব ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা অবিলম্বে প্রত্যাহারে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় যুব সংহতি।

শনিবার (০১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।  
 
সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় যুব সংহতির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন।

এ সময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব ফকরুল আহসান শাহজাদা, যুব সংহতির নেতা হেলাল উদ্দিন হেলাল, আহাদ চৌধুরী শাহীন, শাহজান কবীর ও সুমন আশফাক প্রমুখ।  
 
লিখিত বক্তব্যে বলা হয়, ২ এপ্রিল জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক কাউন্সিল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন হুসেইন মুহাম্মদ এরশাদ।
 
বক্তব্যে আরও বলা হয়, সফলভাবে রাষ্ট্র পরিচালনার পরও এরশাদের বিরুদ্ধে ৯০ পরবর্তী সরকারগুলো বিভিন্ন সময়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত ছিলো এবং আজও তা অব্যাহত।

সরকারগুলো তাদের নেতা-কর্মীদের বিভিন্ন প্রকার মামলা প্রত্যাহার করে নিলেও এরশাদের মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। তাই এরশাদের বিরুদ্ধে দায়েরকরা সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।  
 
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।