শনিবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার ভুলতা ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের কারখে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হয়েছেন।
ওবায়দুল কাদের আরো বলেন, একটি বড় দল দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক উগ্রবাদকে পৃষ্টপোষকতা করছে। উগ্রবাদী শক্তিকে মোকাবেলা করেই আমরা সামনে এগিয়ে যাবো। উগ্রবাদীদের এ দেশের মাটিতে ঠাঁই দেওয়া হবে না।
আসছে জুন মাসের মধ্যে ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হবে বলে এসময় আশা প্রকাশ করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা মহিলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার নীলা, ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন, প্রকল্প পরিচালক রিয়াজ আহাম্মেদ, জেলা ট্রাফিকের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম প্রমুখ।
উল্লেখ্য, ২৪০ কোটি টাকা ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়নে ভুলতা ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। চার লেন বিশিষ্ট ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে এক দশমিক ২৩৮ কিলোমিটার। মূল ফ্লাইওভার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি টাকা, সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ১১২ কোটি টাকা এবং অন্যান্য ব্যয় হবে সাড়ে সাত কোটি টাকা। নির্মাণ কাজ শুরুর দুই বছরের মধ্যে ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই