বুধবার (৫ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বেলা সাড়ে ১১টায় ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে নাকি ৩৩টি চুক্তি করবেন।
এসময় জনবিরোধী চুক্তি মানুষ মেনে নেবে না জানিয়ে এই চুক্তি থেকে ভারতকেও সরে থাকার অনুরোধ জানান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে ভারতের কাছে বাংলাদেশের নিরাপত্তা ইজারা দেওয়া হচ্ছে। আর এ চুক্তি করলে ভারত শেখ হাসিনাকে ইনক্রিমেন্ট হিসেবে পরবর্তিতে ভোট না করেই ক্ষমতায় বসিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। এ দেশের মানুষ তা কিছুতেই মেনে নেবে না।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, এই সরকারের আমলে নারী প্রতিদিনই নির্যাতনের শিকার হচ্ছে। তারা বাকশাল কায়েম করেছিলো এক সময়। মানুষের জীবনে নেমে এসেছিলো অবর্ণনীয় দুর্ভোগ। এখনও সেই অবস্থা চলমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
ইউএম/এএ