ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নাশকতার দুই মামলা স্থগিত চান খালেদা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
নাশকতার দুই মামলা স্থগিত চান খালেদা

ঢাকা: বাসে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার দুই মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

একইসঙ্গে এ দুই মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চে আগামী রোববার (০৯ এপ্রিল) এ আবেদনের শুনানি হতে পারে।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, এ দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগপত্র আমলে নেওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। খালেদা জিয়াকে ওইদিন আদালতে হাজিরের আদেশও দেওয়া হয়েছে।    
 
এ অবস্থায় মঙ্গলবার (০৪ এপ্রিল) ওই দুই মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর দারুসসালাম থানা এলাকায় একাত্তর পরিবহন ও নিউ ভিশনের দু’টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই বছরের ১০ ও ২০ ফেব্রুয়ারি দারুসসালাম থানায় মামলা দু’টি দায়ের করা হয়। এ দুই মামলায় গত বছরের ১২ ও ১৪ মে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে ১০ আগস্ট দুই মামলার অভিযোগপত্র আমলে নেন আদালত। আগামী ১০ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।