বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে তিনি পৌর কর্মচারীদের বেতন বিলে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন।
এর আগে তিনি সাংবাদিক, পৌর কর্মকর্তা-কর্মচারী ও সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
এদিকে, সকাল থেকেই পৌর মেয়রকে শুভেচ্ছা জানাতে হবিগঞ্জ পৌরসভায় ভীড় করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। পৌর কর্মকর্তা-কর্মচারীরাও আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে মেয়রকে বরণ করে নেন।
প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় প্রায় আড়াই বছর কারাভোগের পর ৪ জানুয়ারি জামিনে মুক্তি পান জি কে গউছ। এরপর হাইকোর্টের নির্দেশে ২৩ মার্চ তিনি মেয়র পদে বহাল হন। পরে সুরঞ্জিত সেন গুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে ২ এপ্রিল আবারো তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর গউছের রিট আবেদনের প্রেক্ষিতে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসআই