বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
বাসদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের সাতমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল মেষে সংক্ষিপ্ত সভায় মিলিত হোন তারা। সভায় জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মন, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে। আন্তঃনদী সংযোগ খালের মাধ্যমে দেশকে মরুভূমি বানানোর চক্রান্ত রুখে দিতে হবে। নদী ভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
প্রতিবেশি রাষ্ট্র আন্তর্জাতিক আইন মেনে দেশকে পানি দিচ্ছে না। আইন লংঘন করে নদীর স্বাভাবিক পানি প্রবাহ রোধ করা হয়েছে। আন্তঃদেশীয় চুক্তি মানছে না প্রতিবেশী রাষ্ট্র। অবিলম্বে এসব সমস্যার সমাধান করে অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যার দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এমবিএইচ/বিএস