বিচারপিত নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০৬ এপ্রিল) এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
নাশকতার এক মামলায় আজহারুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় গত ৮ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে। এর আগেও গত বছরের ১৬ ফেব্রুয়ারি অন্য এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের পর প্রথম দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রলায়। এরপর ওই বছরের ৩ মে হাইকোর্ট তার বরখাস্তের আদেশ স্থগিত করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
ইএস/বিএস