শনিবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএমই উদ্যোক্তা ও ব্যাংকার সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমাদের ছেলে-মেয়েরা বিএ পাশ করে কেরানি হওয়ার স্বপ্ন দেখে।
দুনিয়া বদলে গেছে, আমাদেরও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বেসরকারি উদ্যোগ গ্রহণ করে ছোট-বড় ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এজন্য সরকার সহযোগিতা করছে। এসএমই ফাউন্ডেশন করে উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে। নিজের ভেতরে সততা, নিষ্ঠা এবং সৃজনশীলতা থাকলে উন্নতি অবশ্যই হবে, যোগ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের সহযোগিতায় এবং এসএমই ফাউন্ডেশন আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন- এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমই এবং বিশেষ কর্মসূচির মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক ফজলুল করিম, এসএমই ফাউন্ডেশনের উপ মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার, নীলফামারী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মারুফ জামান কোয়েল প্রমুখ।
এসময় মন্ত্রী জেলায় বিভিন্ন ব্যাংকের ১১ জনের মধ্যে এক কোটি ২০ লাখ টাকার এসএমই ঋণের চেক বিতরণ করেন।
সম্মেলন শেষে সেখানে এসএমই খাতের উন্নয়নে ব্যাংকারদের দায়িত্ব প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরবি/এসআই