ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
 বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনন্য উচ্চতায় পৌঁছেছে। এ সরকারে আমলেই গঙ্গার ন্যায্য পানির হিসাব পেয়েছি। পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তি ও সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যার সমাধান হয়েছে। তারপরও যেটুকু বাকি রয়েছে এবারের ভারত সফরের মাধ্যমে তা সমাপ্ত হবে।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন তারা  পানি আনতে পারেনি।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি, সীমান্ত চুক্তি, সমুদ্র সীমা আদায় করতে পারেনি। বিএনপি এখন প্রধানমন্ত্রীর সফরের বিরুদ্ধে কথা বলবে। বিএনপি ক্ষমতায় থাকলে ভারত প্রীতি, আর ক্ষমতার বাইরে থাকলে ভারত ভীতি।

এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, বিএনপি-জামায়াতের আমলে আমাদের ওপর অনেক অত্যাচার করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কোনো প্রতিশোধ নেয়নি। কারণ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষকে বোঝাতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন, তখনই দেশের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবে।

শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. বাসেদ মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।