ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিদ্ধার্থ হত্যা মামলায় মিনু-বুলবুলসহ অন্যদের হাজিরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
সিদ্ধার্থ হত্যা মামলায় মিনু-বুলবুলসহ অন্যদের হাজিরা সিদ্ধার্থ হত্যা মামলায় মিনু-বুলবুলসহ অন্যদের হাজিরা-ছবি-বাংলানিউজ

রাজশাহী: পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকার হত্যা মামলায় হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এসময় একই মামলার আসামি বিএনপির অন্য নেতা-কর্মীরাও হাজির ছিলেন।

রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী জেলা জজ আদালতে (২) তারা হাজিরা দেন। এদিন জামিনে থাকা আসামিরাও আদালতে যান।

বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পিন্টু, মহানগর যুবদলের সভাপতি ওয়ালিউল হক রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাহাফুজুর রহমান রিটনসহ অনেকে।

২০১৩ সালের ২৬ ডিসেম্বর রাজশাহী মহানগরীর লোকনাথ স্কুলের মার্কেট এলাকায় দাঁড়িয়ে থাকা পুলিশের একটি কাভার্ডভ্যানে বোমা হামলা চালায় বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ হামলায় বোয়ালিয়া মডেল থানার পুলিশ সদস্য সিদ্ধার্থ সরকার মারা যান।  

এ ঘটনায় আহত হন আরও ৮ পুলিশ সদস্য। ওই রাতেই বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির বিশেষ সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফা, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ ৯০ জনের নাম উল্লেখ করে ১৮ দলের সাড়ে ৩শ’ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসএস/আরআর/এএ
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।