সোমবার (১০ এপ্রিল) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের এক পযায়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা বাংলানিউজকে ফোন দিয়ে জানান, বৈঠকে আলোচনা হওয়া বিষয়গুলো মঙ্গলবার (১১ এপ্রিল) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে দলের বক্তব্য তুলে ধরার জন্যই এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দলের মহাসচিব কথা বলবেন সংবাদ সম্মেলনে। সেখানে শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া স্থায়ী কমিটির বৈঠকে আরো যে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়েও কথা বলবেন বিএনপির মহাসচিব।
রাত পৌনে ১০টায় খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে ১১টায়। বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এজেড/বিএস