বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আনঅফিসিয়ালি রায়ের একটি ফটোকপি পেয়েছি, তবে মূল কপি না আসাতে কনফার্ম হওয়া যাচ্ছে না।
মনপুরা উপজেলার আন্দির পাড় এলাকার ছাবিদ বেপারীর দায়ের করা রিটে বুধবার বিকেলে হাইকোর্ট এ রায় দিয়েছেন বলে জানা গেছে।
তিনি আরো উল্লেখ করেন, মেঘনার ভাঙনে বিলীন হয়ে যাওয়া ওয়ার্ডের পুনঃবিন্যাস করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
আলোচিত মনপুরা ইউনিয়নের নির্বাচন এ মাসে ১৬ তারিখে হওয়ার কথা ছিলো। সেখানে চেয়ারম্যান পদে চারজনসহ নারী ও পুরুষ সদস্য পদে অর্ধশতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই নির্বাচন স্থগিত হওয়ায় সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ