বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলার কলাপড়া উপজেলার খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়দ পরিষদ নির্বাচন-২০১৭ উপলক্ষে এক সভায় তিনি এ কথা বলেন। নির্বাচনী কর্মকর্তা ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম আরও বলেন, একটি সুষ্ঠু, আইনগত ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন কোনো ধরনের আপোস করবে না।
নির্বাচন কমিশনার প্রিজাউডিং অফিসার এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের সহযোগিতা ও সাফলতার ওপর নির্ভর করে নির্বাচন কমিশনের সফলতা। আইন প্রয়োগকারী সংস্থাকে রাখা হয়েছে আপনাদের সহযোগিতার জন্য, ব্যবহারের জন্য। যদি তারা দায়িত্ব অবহেলা করে অবহিত করুন, কাউকে ছাড় দেওয়া হবে না।
এসময় অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক আলীমুজ্জামান, বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন, কলাপাড়া নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবুবকর সিদ্দিকসহ লতাচাপলী, ধুলাসর ও টিয়াখালী ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত প্রিজাউডিং অফিসার, ভোটগ্রহণ কর্মকর্তা, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ, মহিপুর থানার ওসি মিজানুর রহমান।
উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল উপজেলার লতাচাপলী, ধুলাসার ইউনিয়নের সাধারণ নির্বাচন এবং টিয়াখালী ইউনিয়নের মহিলা সংরক্ষিত মেম্বার আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
এমএস/আইএ