বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে আদালতের রায়ে ১৬ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সীমানা জটিলতার কারণ দেখিয়ে একটি রিটের প্রেক্ষিতে বুধবার বিকেলে হাইকোর্টের আদেশে তিন মাসের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছিল।
ভোলা জেলা নির্বাচন অফিসার হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের রায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন খবরে পুরো এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
মনপুরা ইউপিতে চেয়ারম্যান পদে চারজনসহ অর্ধশতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৭
আরএ