ভোটারদের স্বাক্ষর ও টিপসই গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী হিটলার চৌধুরী ভুলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দিন তার মনোনয়নপত্র বাতিল করেন।
বর্তমানে নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থীর মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন- আওয়ামী লীগের মোখছেদুল মোমিন, বিএনপির শওকত হায়াত শাহ, জাতীয় পার্টির ইলিয়াছ চৌধুরী, ইসলামী আন্দোলনের হাফেজ নূরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের আব্দুল মুনতাকিম।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম বাংলানিউজকে জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৪ এপ্রিল। ভোটগ্রহণ ১৬ মে নির্ধারণ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক চলতি বছরের ১ মার্চ মারা যাওয়ায় পদটি শূন্য হয়। সৈয়দপুর উপজেলায় হালনাগাদ মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লাখ ৮১ হাজার ৫০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৭২ জন এবং নারী ভোটার ৯০ হাজার ৪৩৫ জন।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরবি/