ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আত্মসমর্পণ করতে হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
‘আত্মসমর্পণ করতে হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে’

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায় স্থগিতের শুনানি মুলতবি (স্ট্যান্ডওভার) করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
 
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
 
খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট আবেদন খারিজ করেছিলো। নিয়ম অনুসারে ওনার (আলতাফ হোসেন) আত্মসমর্পণ করে জামিন নেওয়ার কথা। পরে আপিলে আবেদন করবেন। কিন্তু আত্মসমর্পণ না করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। বিষয়টি আদালতে উপস্থাপনের পর আদালত আবেদনটি চার সপ্তাহের জন্য স্ট্যান্ড ওভার করেছেন।

তিনি বলেন, এর মধ্যে উনি (আলতাফ হোসেন)  আত্মসমর্পণ করবেন। এরপর স্থগিত আবেদনের শুনানি হবে।
 
এর আগে ১২ এপ্রিল মামলা বাতিলে রুল খারিজ করে রায় দেন বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।

রুল খারিজ হয়ে যাওয়ায় এখন বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা নেই।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর ঢাকার রমনা থানায় একটি মামলা করা হয়। চার্জশিট দায়ের করার পর আদালতে এ মামলার কার্যক্রম চলছিলো। এ পর্যায়ে আলতাফ হোসেন অভিযোগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে মামলা কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। যে রুল ১২ এপ্রিল খারিজ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।