ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতার মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
রফিউর রাব্বির বিরুদ্ধে হেফাজত নেতার মামলা

নারায়ণগঞ্জ: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা করেছেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মামলাটি দায়ের করেন ওই হেফাজত নেতা।

 

আদালত মামলা গ্রহণ করে শুনানি শেষে গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেন।

 

মাওলানা ফেরদাউসুর রহমান জানান, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে এক অনুষ্ঠানে রফিউর রাব্বি ইসলাম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ‘যদি বাংলার মানুষ জানতো সংবিধান বিসমিল্লাহির রহমানির রাহিম দিয়ে শুরু হবে, দেশ হবে সাম্প্রদায়িকতার দেশ তবে ৩০ লাখের শহীদের মুক্তিযুদ্ধে কেউ অংগ্রহণ করতো না। ’

 

ফেরদাউসুর রহমান বলেন, রাব্বির সেই বক্তব্যে একজন মুসলমান হিসেবে মর্মাহত ও ক্ষুব্ধ। তাছাড়া তার বক্তব্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানদের ওপর ধর্মীয় আঘাত হানার শামিল।

 

বাদী পক্ষের আইনজীবী সুলতান উল আরেফিন ও নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন মামলা হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।