ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী প্রস্তুতি জোরালো করার নির্দেশ শেখ হাসিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
নির্বাচনী প্রস্তুতি জোরালো করার নির্দেশ শেখ হাসিনার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

ঢাকা: আগামী নির্বাচনের প্রস্তুতি আরো জোরদার করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যের পর অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বৈঠকসূত্র।

সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি আরো জোরে শোরে শুরু করার তাগিদ দিয়েছেন।

যোগ্য প্রার্থী দেখে, যোগ্যতা যাচাই করে মনোনয়ন দেয়া হবে জানিয়ে আগামী নির্বাচনে আগ্রহী প্রার্থীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, যার যার ইমেজ তার নিজেকেই গড়ে তুলতে হবে। আমি তো আর তিন’শ আসনে নির্বাচন করবো না!

বৈঠক সূত্রটি আরও জানায়, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেছেন, যার যার আসনে তাকেই জনপ্রিযতা বাড়ানোর মাধ্যমে নিজের জায়গা তৈরি করে নিতে হবে।

সভায় সাংগঠনিক সম্পাদকেরা রিপোর্ট পেশ করেন। এ সময় দলীয় সভাপতি হিসেবে শেখ হাসিনা সদস্য সংগ্রহের অগ্রগতি সর্ম্পকে জানতে চান।

বন্যাসহ বিভিন্ন প্রতিবন্ধকতায় লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য সংগ্রহ সম্ভব হয়নি জানিয়ে আগামী অক্টোবর মাস পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযান চালানোর জন্য সময় চান সাংগঠনিক সম্পাদকরা।

বাংলাদেশ সময়:০২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসকে/এমইউএম/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।