ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৫ নেতা বহিষ্কৃত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ৫ নেতা বহিষ্কৃত  সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জ: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। একই সাথে উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখারও নির্দেশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর)রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন: উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, যুগ্ম সম্পাদক নেছারুল হক, দপ্তর সম্পাদক আকাশ মিয়া, তথ্য ও গবেষণা-সম্পাদক ফয়সাল ইসলাম সেতু ও পৌর এলাকার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।


সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজলসহ ৫ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সাথে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেই মর্মে ৪৮ ঘন্টার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম স্থগিত রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার(৬ সেপ্টেম্বর)দুপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হাসান সুনামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বহিষ্কৃত ওই ৫ নেতাকে দায়ী করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।