ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
‘খালেদা জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন’ আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি

মাদারীপুর: দেশে ভয়াবহ বন্যা চলছে, রোহিঙ্গা সমস্যা চলছে আর খালেদা জিয়া লন্ডনে বসে গভীর ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি।

শুক্রবার ( সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,‘দেশে এখন ভয়াবহ বন্যা চলছে।

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ বন্যা কিন্তু আমাদের সরকার মোকাবেলা করছে। পাশাপাশি মিয়ানমার থেকে কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী আমাদের দেশে এসেছে। মানবিক দিক বিবেচনা করে তাদের খাবার ও বাসস্থানের ব্যবস্থা আমাদের সরকার করছে। ’

এসময় তিনি আরো বলেন,‘ এবারও ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল। আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন খালেদা জিয়া লন্ডনে রয়েছেন। এ অবস্থায়ও তিনি দেশে না ফিরে লন্ডনে বসে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ’
এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজুদ্দিন খান, জেলা আওয়ামী লীগ সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।