ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুয়াকাটায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
কুয়াকাটায় আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৭

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর‌্যন্ত কুয়াকাটা সৈকত সংলগ্ন এলাকায় এ ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

 

স্থানীয় সূ্ত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি এবিএম মোশাররফ হোসেন কুয়াকাটা সৈকত সংলগ্ন এলাকায় অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে।

কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এবিএম মোশাররফ হোসেন জানান, মাগরিবের নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে কুয়াকাটা সৈকতে যাওয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আকস্মিকভাবে তাদের ওপর এ হামলা চালায়। এতে তিনিসহ কুয়াকাটা পৌর বিএনপির আহবায়ক আব্দুল আজিজ মুসুল্লী, বালীয়াতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমানসহ ৫ জন আহত হন।

কুয়াকাটা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান, বিএনপির নেতারা মহড়া দিয়ে যাবার সময় তাদের ওপর হামলা চালায়। এতে পৌর শ্রমিক লীগ সভাপতির ছেলে, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।  

তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পাশাপাশি ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৯, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।