ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: মায়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদ ও প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুর বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (৯ সেপেটম্বর) দুপুরে শহরের জেল রোডের দলীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত এ মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের ভেতরে মানববন্ধন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, আগামীতে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।  

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাবেক সংসদ সদস্য (এমপি) আলহাজ আকতারুজ্জামান মিয়া, সাবেক ছাত্র নেতা মাহবুবুল হক হেলাল প্রমুখ।  

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোকাররম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. মো. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক আবু মাসুদ ওবায়দুল্লাহ তারেক, জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক মুহাম্মদ মহসিন, যুগ্ম আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম লাবু, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী খোকা, সহ-সভাপতি মো. সিরাজ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, দফতর সম্পাদক মোল্লা মো. শাফায়েত হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাশেদুজ্জামান রাশেদ, জেলা মহিলাদল নেত্রী মনওয়ারা চৌধুরী, নাজমা মসির, পৌর মহিলাদলের আহবায়ক ও পৌরসভার কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, বিএনপি নেতা রফিকুল ইসলাম পাভেল, মো. শাহিন খান, সাবেক ভিপি হামিদুর রহমান, শরিফ জাকির হোসেন হিরা, যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না, মঞ্জুর মোর্শেদ সুমন, ছাত্রনেতা নুর আলম হক খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।