ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীসহ আটক ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীসহ আটক ৪০

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের ১২ কর্মীসহ ৪০ জন আটক হয়েছে। 

রোববার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা থেকে সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।  

জেলা পুলিশের কন্টোল রুম সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসানের নেতৃত্বে জেলা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে।

এদের মধ্যে দৌলতপুর থানা এক, খোকসায় এক, মিরপুরে এক, ভেড়ামারায় এক এবং কুমারখালী থানায় ছয় জামায়াত-শিবির কর্মী আটক হয়েছে।  

অপরাধ নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।