ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি একটা ‘এগজিসটেড প্রবলেম’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
বিএনপি একটা ‘এগজিসটেড প্রবলেম’ সভায় আবুল মাল আব্দুল মুহিত-ছবি-বাংলানিউজ

সিলেট: বিএনপি একটা ‘এগজিসটেড প্রবলেম’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।   

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির সভা শেষে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি নেতাদের আন্দোলনের হুমকির প্রশ্নের জবাবে সাংবাদিকদের একথা বলেন তিনি।  

অর্থমন্ত্রী বলেন, পার্টি হিসেবে এটা তাদের সিদ্ধান্ত।

বিষয়টি সরকার যেভাবে মোকাবিলা করার সেভাবেই করবে।  

অর্থমন্ত্রী বলেন, সরকার রোহিঙ্গাদের জন্য যা কিছু করা দরকার, নীতিমালা অনুযায়ী করছে। তবে রোহিঙ্গাদের ঠেলে না দিয়ে মিয়ানমার সরকার তাদের জন্য একটি এলাকা তৈরি করে দিতে পারতো।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন, বিভাগীয় কমিশনার নাজমানারা খানুম, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুরশেদ আহমদ চৌধুরীসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এনইউ/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।