ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবলীগ কর্মীদের হামলায় রেলের অফিসারসহ ৪ জন হাসপাতালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
যুবলীগ কর্মীদের হামলায় রেলের অফিসারসহ ৪ জন হাসপাতালে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাট রেলওয়ের গাছ কাটাকে কেন্দ্র করে যুবলীগ কর্মীদের হামলায় অফিসারসহ চারজন রেল কর্মচারী আহত হয়ে হাসপাতালে রয়েছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট রেলওয়ে সিপি স্কুলের গেটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (কার্য) মামুনুর রশিদ (৪২), খালসী বকুল মিয়া (৩৫), রাশেদুল ইসলাম (২৮) ও আশরাব আলী (৫৫)।

রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয়রা জানান, লালমনিরহাট রেলওয়ে সিপি উচ্চ বিদ্যালয় গেটের একটি আম গাছ বিগত ঝড়ে ভেঙে পড়ে। রেলওয়ে প্রকৌশল দফতর সে মরা গাছটি কেটে অফিসে নেয়ার জন্য তাদের ঘটনাস্থলে পাঠান।

তারা গাছ কাটতে গেলে যুবলীগ কর্মী রাকিবের নেতৃত্বে ১০/১২ জন রেল কর্মচারীদের বাধা দেন। একপর্যায়ে তাদের মারধর করেন যুবলীগের কর্মীরা।

স্থানীয়দের সহায়তায় আহত কর্মচারীরা অফিসে ফিরে এলে সেখানেও ছুটে আসেন যুবলীগের কর্মীরা। সেখানে অফিসে থাকা ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (কার্য) মামুনুর রশিদকে মারধর করে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

দায়িত্বরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় রেলওয়ে অফিসার মামুনুর রশিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, ছেলেরা (যুবলীগ কর্মীরা) না বুঝে ভুল করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, অফিসের ভেতরে হামলা চালানো অত্যন্ত দুঃখজনক। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তারা সুস্থ হলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।