ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোনাইমুড়িতে স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
সোনাইমুড়িতে স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতাকর্মী আটক

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালী-কুমিল্লা সড়কের সোনাইমুড়ি বাইপাস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বিকেলে সোনাইমুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়ন থেকে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলার সোনাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠনের সভায় যাওয়ার পথে উপজেলার বাইপাস এলাকা থেকে গাড়িসহ ২৬ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা নেই দাবি করে এ ঘটনার তীব্র নিন্দা জানান জেলা স্বেচ্ছাসেবক দলসহ জেলা বিএনপির নেতারা।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা জানান, গোপন বৈঠক করতে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দলের ২৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ইসমাইল হোসেন (২৩), শাহাদাৎ হোসেন (২৬) ও আব্দুল হান্নানের (২৫) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বাকিদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।   

জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, সোনাইমুড়িতে ২৬ জন নেতা-কর্মীকে গোপন মিটিং করার সময় আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।