ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

না'গঞ্জে নির্বাচন নিয়ে নীরব গ্রুপিং চলছে ক্ষমতাসীন দলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
না'গঞ্জে নির্বাচন নিয়ে নীরব গ্রুপিং চলছে ক্ষমতাসীন দলে

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে সংসদীয় আসনে মনোনয়ন নিয়ে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী ও  সংসদ সদস্যদের মধ্যে চলছে নীরব গ্রুপিং।

নির্বাচনে বিভিন্ন বলয়ের নেতাকর্মীদের নিজের নিয়ন্ত্রণে রাখতে নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন বর্তমান সংসদ সদস্যরাসহ সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা।

জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও জেলার সংসদ সদস্যদের ঘনিষ্ঠ সূত্র থেকে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে নির্বাচনকে কেন্দ্র করে আপাতত মাঠপর্যায় ও তৃণমূলের বেশিরভাগ নেতাই নীরব থাকার নীতি নিয়েছেন।  

জানা গেছে, নারায়ণগঞ্জের ৫টি আসনেই এবার আওয়ামী লীগের একাধিক নতুন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। সকলেই দলের নেতাকর্মীদের সাথে যেমন যোগাযোগ রাখছেন তেমন দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সাথেও লবিং করছেন।  

তবে স্থানীয় ও মাঠ পর্যায়ের তৃণমূল নেতারা এসব মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে সম্পর্ক রাখছেন হিসাব কষে।

মনোনয়ন প্রত্যাশীরা তাদের জনসংযোগ ও বৈঠকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আমন্ত্রণ জানালেও বৈঠকে অনেকেই আসছেন না। বেশির ভাগ নেতাই এখনো নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে ভেতরে ভেতরে গ্রুপিংয়েও জড়াচ্ছেন কেউ কেউ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।