ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গৌরীপুরে গ্রেফতার বিএনপির ৪ নেতা কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
গৌরীপুরে গ্রেফতার বিএনপির ৪ নেতা কারাগারে

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাদেরকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পৌর বিএনপির সদস্য শাহী মুন্সী (৩৫), পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাকিব মুন্সী (৩০), যুবদল নেতা আনোয়ার হোসেন মীর সবুজ (৩১) ও ছাত্রদল নেতা আল নূর (২৫)।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মেদ বাংলানিউজকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে পরোয়ানা থাকায় আদালতের মাধ্যমে তাদের চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান জানান, বিএনপি নেতা শাহী মুন্সী ও সাকিব মুন্সীকে রেল নাশকতাসহ ৩টি মামলায় আটক দেখানো হয়েছে। এছাড়া ছাত্র নেতা নূর ও যুবনেতা সবুজ মীরকেও রেল নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।