ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদ্যুতের অপরিহার্যতার কাছে জনগণ জিম্মি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
বিদ্যুতের অপরিহার্যতার কাছে জনগণ জিম্মি বিদ্যুতের অপরিহার্যতার কাছে জনগণ জিম্মি/ছবি: শাকিল

ঢাকা: বিদ্যুতের অপরিহার্যতার কাছে জনগণ জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা আহমেদ সুজা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিদ্যুতের প্রস্তাবিত মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ মুসলীম লীগ।


 
বদরুদ্দোজা আহমেদ সুজার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, প্রেসিডিয়াম সদস্য আতিকুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন প্রমুখ।
 
বদরুদ্দোজা আহমেদ সুজা বলেন, দ্রুততম সময়ে গ্রাহক পর্যায়ে আট বার বিদ্যুতের দাম বাড়ানোর ঘটনা গিনেস বুকেও খুঁজে পাওয়া যাবে না। চাল, আটা, ময়দাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে এমনিতেই মানুষের নাভিশ্বাস উঠছে। এই মুহূর্তে যদি আবার বিদ্যুতের দাম বাড়ানো তাহলে সেটি হবে মরার উপর খাড়ার ঘা। আমরা সরকারকে অনুরোধ করব, সাধারণ মানুষের কথা বিবেচনা করে সরকার যেন বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে।  
 
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।