ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘প্রধান বিচারপতির সই জাল করা হয়েছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
‘প্রধান বিচারপতির সই জাল করা হয়েছে’ বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদ/ছবি:শাকিল

ঢাকা: সই জালিয়াতি করে সরকার প্রধান বিচারপতির অসম্মতিতে ছুটিতে যেতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস ২০১৭ উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘নগ্ন দলীয়করণে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।  

তিনি বলেন, অসুস্থতার কথা বলে প্রধান বিচারপতিকে তার অসম্মতিতে এক মাসের ছুটি দেওয়া হয়েছে।

চিঠি তার লেখা না, তার প্রমাণ হচ্ছে গণমাধ্যমকে দেখানো প্রধান বিচারপতির দেওয়া ছুটির দরখাস্ত। একজন বিচারপতির লেখা চিঠিতে পাঁচটি বানান ভুল। তার দেওয়া দরখাস্ত হলে এতো বানান ভুল হওয়ার কথা নয়। তার যে সই এখানে দেওয়া হয়েছে সেটা তার স্বাক্ষর নয়। তিনি ছুটি চাননি। 'তিনি শেষ পর্যন্ত বলেছেন, সুস্থ রয়েছেন।  

প্রধান বিচারপতি গৃহবন্দি দাবি করে মওদুদ বলেন, তাকে গৃহবন্দি করে এই সরকার বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু ঘটিয়েছে। একটি রায় দেওয়ার কারণে তাকে ছুটি দেওয়া হয়েছে। তাকে বিদেশ পাঠানোর ষড়যন্ত্র করা হচ্ছে।  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন, চিফ জাস্টিস কোথায় আছেন তিনি তা জানেন না। ' তাহলে কি প্রধান বিচারপতি গুম হয়ে গেছেন? 
 
আইনমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, আইনমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতির ক্যানসার হয়েছে। এজন্য তিনি ছুটি নিয়েছেন।  

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান বিচারপতি কোথায় আছেন তা কেউ জানে না। আমরা জানি না, রাষ্ট্র জানে না, অ্যাটর্নি জেনারেল জানে না। তাহলে তিনি কোথায়? আসলে রাষ্ট্রের উপর সিন্দবাদের দৈত্য এসে বসেছে। এ অবস্থায় দেশের জনগণকে নিয়ে যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে না পারেন তাহলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে।  

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।