ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন চায় ১৪ দলের শরিকরা

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন চায় ১৪ দলের শরিকরা

ঢাকা: নির্বাচন কমিশনের সঙ্গে চলমান সংলাপে সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন করার কথা বলবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা। 

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনের নির্বাচন করার অভিন্ন প্রস্তাবের পাশাপাশি সংসদীয় আসনের সীমানা, সেনা বাহিনী ইস্যুসহ মৌলিক বিষয়গুলোতে শরিক দলগুলো একই ধরনের প্রস্তাব দেবে বলে জানা গেছে।

আগামী ১৮ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসতে চায় আওয়ামী লীগ।

সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের পক্ষে দলটির অবস্থান। ক্ষমতাসীন এ দলটি অন্য শরিকদেরও এ বিষয়ে অভিন্ন অবস্থানে আনতে পেরেছে।

সর্বশেষ ৫ অক্টোবর ধানমন্ডিতে ১৪ দলীয় জোটের এক সভায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  

আগামী ১১ অক্টোবর বেলা ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

সংলাপে নির্বাচন কমিশনকে সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান জানাবে দলটি।  

দলটির সাধারণ সম্পাদক, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বাংলানিউজকে বলেন, সংবিধান অনুযায়ী সরকারের অধীনে নির্বাচন হবে।  

গত বছর বিএনপিকে নির্বাচনে আনার জন্য নমনীয় হয়ে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার করা হয়েছে জানিয়ে বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে।

সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও মনে করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এ সাধারণ সম্পাদক।  

সোমবার (০৯ অক্টোবর) দলটির শীর্ষ পর্যায়ের বৈঠকে বিষয়গুলো চুড়ান্ত করা হবে বলে জানান ফজলে হোসেন বাদশা।

১৬ অক্টোবর বিকেল ৩টায় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবে বাংলাদেশের সাম্যবাদী দল।

দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বাংলানিউজকে বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন চাইবো।  

মঙ্গলবার (১০ অক্টোবর) শীর্ষ নেতাদের নিয়ে বসে সংলাপে অন্য প্রস্তাবের বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

১২ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবে গণতন্ত্রী পার্টি। গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, সংবিধান অনুযায়ী সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন চাইবো।  

১১ অক্টোবর সংলাপে বসবে ন্যাপ। সংবিধানের অধীনে সরকার ও প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন চাইবেন জানিয়ে ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক মো, ইসমাইল হোসেন বলেন, সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সংবিধানের মধ্যে থেকে নির্বাচনী আইনের সংস্কার চাইবো।  

৪ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে বাংলাদেশের তরিকত ফেডারেশন।  সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন বলে জানান দলটির চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি।

তিনি বাংলানিউজকে বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অধীনের নির্বাচন চাই। সংবিধান পরিপন্থী কোনো কাজ আমরা মেনে নেবো না। বিএনপি আসলো কি আসলো না সেটা বিষয় না কিন্তু সংবিধানের যেন কোনো ব্যত্যয় না ঘটে।

এদিকে রোববার (০৮ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ (ইনু)।  দলটির অবস্থানও বর্তমান সংবিধান অনুযায়ী সরকার ও প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় সংসদ নির্বাচন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এমইউএম/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।