ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে গোপন বৈঠক থেকে ১২ জামায়াত-শিবির নেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
রাজশাহীতে গোপন বৈঠক থেকে ১২ জামায়াত-শিবির নেতা আটক

রাজশাহী: রাজশাহীতে গোপন বৈঠক করার সময় জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মহানগরীর রাজপাড়া থানার আলিগঞ্জ মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার হাফিজুর রহমানের ছেলে মাহাবুবুর রহমান (২৭), চাঁপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এনামুল আহসানের ছেলে আবু সাদ (১৭), মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর মহল্লার আ. খালেকের ছেলে শাহাদৎ (১৯), মহানগরীর বসুয়াপাড়া এলাকার ইসমাইল আলীর ছেলে তৌহিদুর রহমান (২০), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শফিউল ইসলামের ছেলে সোলায়মান (১৯)।

এছাড়া রাজশাহীর মোহনপুর উপজেলার সুলতান আহম্মেদের ছেলে সবুজ আহম্মেদ (২৩), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রফিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৩), রাজশাহীর পবা উপজেলার আনসার আলীর ছেলে আবদুল মমিন (২০), চারঘাট উপজেলার শলুয়া গ্রামের দিন মোহাম্মদের ছেলে এস এম মোজাহিদ (২০), রাজপাড়া থানার হড়গ্রাম এলাকার হারুনুর রশিদের ছেলে শফিকুজ্জামান (২২), মহানগরীর শাহ মখদুম থানার বায়া এলাকার বাসিন্দা সাইদুর রহমানের ছেলে শাহাদৎ হোসাইন (২২) এবং দাশপুকুর এলাকার মৃত এরফানুল হকের ছেলে আবদুল আওয়াল (৫০)।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর আলিগঞ্জের একটি মাদ্রাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ওই ১২ নেতাকর্মীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।  

ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান রাজপাড়া থানার এ পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।