ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

লক্ষ্মীপুর জাসদের সভাপতি সালাহ উদ্দিনের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, নভেম্বর ৩, ২০১৭
লক্ষ্মীপুর জাসদের সভাপতি সালাহ উদ্দিনের দাফন সম্পন্ন

লক্ষ্মীপুর: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন ভূঁইয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ২টায় সদর পৌরসভার লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  

সালাহ উদ্দিনের বাবা ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত নছির আহম্মদ ভূঁইয়া।

জানাজায় লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার কাজল কান্তি দাস, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, পৌরসভার সাবেক মেয়র হাছানুজ্জামান চৌধুরী মিন্টু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে পৌরসভার উত্তর তেমুহনী এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন সালাহ উদ্দিন ভূঁইয়া। তার বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৭২ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন সালাহ উদ্দিন ভূঁইয়া।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ