ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজাপুরে আ’লীগ নেতা হান্নান ফিরোজ স্মরণে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
রাজাপুরে আ’লীগ নেতা হান্নান ফিরোজ স্মরণে সভা আ’লীগ নেতা হান্নান ফিরোজ স্মরণে সভা

ঝালকাঠি: সদ্য প্রয়াত রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ড. এম এ হান্নান ফিরোজ স্টামফোর্ডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। তার কারণে দক্ষিণাঞ্চলসহ দেশের বহু শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন।

শুক্রবার (১০ মঙ্গলবার) বিকেলে রাজাপুর উপজেলা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ড. হান্নান ফিরোজ স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।  

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে তার এ অবদানের জন্য তিনি মানুষের হৃদয়ে সারাজীবন বেঁচে থাকবেন।

’ 

এসময় ঝালকাঠি-১ আসনের এমপি বিএইচ হারুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনীর, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলা‌দেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।