ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী আর নেই

নওগাঁ: সাবেক ডেপুটি স্পিকার ও বিএনপি নেতা আখতার হামিদ সিদ্দিকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

আখতার হামিদের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি নওগাঁ-৩ আসনে পরপর তিন বার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ১০ম ডেপুটি স্পিকারের দায়িত্বও পালন করেন বিএনপির এই নেতা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।