ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ডা. মিলন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ডা. মিলন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

ঢাকা: শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস আগামী সোমবার (২৭ নভেম্বর)। ১৯৯০ সালের এইদিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্ত বাহিনীর গুলিতে তিনি নিহত হন।

বরাবরের মতো এবারও বাংলাদেশ আওয়ামী লীগ দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

            

দিনটি উপলক্ষে আগামী সোমবার সকাল ৮টায় আওয়ামী লীগ ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত কর্মসূচি পালন করবে।  

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দিবসটি পালনের জন্য দলের নেতাকর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
    
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।