ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিভেদ ভুলে এক মঞ্চে খোকন-মুরাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
বিভেদ ভুলে এক মঞ্চে খোকন-মুরাদ এক মঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও  ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেদের ম‌ধ্যে সৃষ্ট বিভেদ ভুলে এক মঞ্চে বসেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও  ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের কবরে শ্রদ্ধা জানানোর মাধ্যমে দুই নেতা এক হন। এরপর নগর ভবন প্রাঙ্গণে স্মরণসভায় মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন শাহে আলম মুরাদ।

এরআগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট তার বক্ত‌ব্যে বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র জামায়াত-বিএনপি, এমনকি অভ্যন্তরীণভাবেও হচ্ছে। তাই নিজেদের ম‌ধ্যে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানাচ্ছি।

শাহে আলম মুরাদ বলেন, সকালে আজিমপুর কবরস্থানে আমরা প্রয়াত নেতা হানিফকে ঐক্যবদ্ধভাবে স্মরণ করেছি। বিগত নির্বাচনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্য সহযোগী সংগঠন যেভাবে কাজ করেছে আগামীতেও একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।  

এসময় তিনি মেয়র সাঈদ খোকনের উদ্দেশ্যে বলেন, আমরা আপনার পাশে ছিলাম, থাকবো। আপনাকে সহযোগিতা করবো- এটাই আজকের শপথ।

স্মরণসভায় কাউন্সিলর আবু আহমেদ মান্নাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতা।

গত ১৯ নভেম্বর নাগরিক সমাবেশ কেন্দ্র করে নিজেদের ক্ষমতার দাপট দেখাতে মেয়র সাঈদ খোকন ও শাহে আলম মুরাদ গ্রুপের ম‌ধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগেও নানা কথা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হস্তক্ষেপে বিভেদ ভুলে ফের ঐক্যবদ্ধ হলেন এই দুই নেতা।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।