ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
খালেদাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জাতির কাছে আমরা ক্ষমা চাইবো না। আমাদের ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। ক্ষমা চাইবে বিএনপির নেত্রী খালেদা জিয়া।

শনিবার (০৯ ডিসেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ইনু বলেন, ‘তারা খুন, দুর্নীতি, লুটপাট করে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে।

তাদের রাজনীতি করার অধিকার নেই। তাদের হাতে দুর্নীতির ছাপ, রক্তের দাগ লেগে আছে। তাদের বড় গলায় কথা বলা উচিত না। ’

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  সোহেল মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা (সার্কেল) মোহাম্মদ কামরুল হাসান, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন প্রমুখ।

এর আগে সকালে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে “মানসম্মত মৎস্যবীজ ও পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের” আওতায় নবনির্মিত সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় কাম ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।