ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানবাধিকার লঙ্ঘন শুরু করেছিলেন জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
মানবাধিকার লঙ্ঘন শুরু করেছিলেন জিয়া মানববন্ধনে বক্তব্য রাখছেন হাছান মাহমুদ/ছবি: বাদল

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মানবাধিকার লঙ্ঘন শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে  বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ খালেক।

হাছান মাহমুদ তার বক্তব্যে বলেন, বিএনপি নেতাকর্মীরা এখন বিভিন্ন অনুষ্ঠানে মানবাধিকারের কথা বলেন। যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে, ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিনের পর দিন অবরোধের নামে বাংলাদেশের মানুষকে অবরুদ্ধ করে রাখে, যারা ঘুমন্ত মানুষের উপর পেট্রোল বোমা মারে, যারা বাস-ট্রাক ড্রাইভারদের উপর বোমা নিক্ষেপ করে, যারা সিএনজি অকোরিকশা চালকদের সিএনজি থেকে নামিয়ে গায়ে আগুন জ্বালিয়ে দেয় তাদের মুখে মানবাধিকার মানায় না।

তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, তারাই মানবাধিকারের চরম লঙ্ঘন করেছেন। আর এটি শুরু করেছেন তাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচারের পথ রুদ্ধ করে।  

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম, উপদেষ্টা বিশিষ্ট বিজ্ঞানি ড. আব্দুল খালেক, কামরুল ইসলাম বিটু, হাবিবুর রহমান প্রমুখ।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে 'বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন', 'বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশন', সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ' 'গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক', 'হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি'সহ  বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এসআইজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।