ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘চোরের মায়ের বড় গলা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
‘চোরের মায়ের বড় গলা’ বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার উকিল নোটিশ পাঠানোকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ‘চোরের মায়ের বড় গলা' বলে মন্তব্য করেছেন।

বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের সৌদি আরবে ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের বিষয়টি উল্লেখ করে শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, সৎ ও যোগ্য নেত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বিশ্বের ৩ নম্বর অবস্থানে রয়েছেন, তখন খালেদা জিয়া দুর্নীতিবাজ নেত্রী হিসেবে বিশ্বে ৩ নম্বর হয়েছেন।

তাই খালেদা জিয়া উকিল নোটিশ পাঠিয়ে প্রমাণ করলেন ‘চোরের মায়ের বড় গলা'।

কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ স্থানীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।