শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখা আয়োজিত শ্রমিক, কৃষক, ছাত্র, যুবনারী ও আদিবাসী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক জঙ্গিবাদ ধ্বংস করতে হবে।
মন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীরা আগুন দিয়ে মানুষ হত্যা করে। দেশের বিরুদ্ধে বিদেশে ষড়যন্ত্র করছে। জনগণ স্বাধীনতা বিরোধীদের রংপুরে জবাব দিয়েছে। রংপুরে নির্বাচনে ভরাডুবি হওয়ার পরেও তারা সেটা মানতে নারাজ। ভালো নির্বাচন করলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের অভিযোগের শেষ নেই।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি কমরেড আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু, কমরেড নজরুল ইসলাম হাক্কানী, অধ্যাপক ইয়াসিন আলী এমপি, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড মো. হবিবর রহমান, সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রবিউল আউয়াল খোকা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল আগারওয়াল, ছাত্র মৈত্রীর যুগ্ম আহবায়ক মুজাহিদ সরকার, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম মুকুল, নারী মুক্তি দিনাজপুরের শামীম আক্তর শিখা প্রমুখ।
সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঘোষিত ২১ দফা দাবি আদায়ের সংগ্রামে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভায় রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন উপজেলার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বিএস