বুধবার (২৭ ডিসেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, শিক্ষা যাতে সকলের ঘরে পৌঁছে যায় সেজন্য প্রধানমন্ত্রী ও তার সরকার শিক্ষা ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শুধু সবল ছাত্রদের প্রতি গুরুত্ব দিলে হবে না। দুর্বল ও অমনোযোগী ছাত্র-ছাত্রীদের প্রতিও গুরুত্ব দিতে হবে। শুধু জিপিএ-৫ নয়, খেলাধুলা, সাংস্কৃতিক বিষয়েও গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন দোদুল, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য সেলিনা আক্তার বানু এমপি, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর, মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, কথা সাহিত্যক রফিকুর রশিদ রিজভী, মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার আব্দুল মালেক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এনটি