ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক সংসদ সদস্য মিয়া আব্বাস উদ্দিন আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
সাবেক সংসদ সদস্য মিয়া আব্বাস উদ্দিন আর নেই

বাগেরহাট: বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাবেক সংসদ সদস্য ড. মিয়া আব্বাস উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।  

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কানাডার রাজধানী অটোয়ারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন টিউমার ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মিয়া আব্বাসের স্ত্রী সেতারা আব্বাস দুপুরে বাংলানিউজকে বলেন, পরিবারের সবাই যেহেতু কানাডাতে থাকি সেজন্য ছেলে-মেয়ের ইচ্ছানুযায়ী তাকে এখানে দাফন করা হবে।
 
মিয়া আব্বাস উদ্দিন ১৯৮৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লাভের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি নাগরিকত্ব নিয়ে স্বপরিবারে কানাডায় চলে যান।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।